অস্ট্রেলিয়ান ফ্যাশন রিটেইলার ‘মোজাইক ব্র্যান্ডস’-এ চলছে ভয়াবহ অর্থনৈতিক অস্থিরতা। কোম্পানিটিতে এই অস্থিরতার কারণে চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন বাংলাদেশের হাজার হাজার তৈরি পোশাক কর্মী।
দেশের মোট ২৩টি গার্মেন্টস এই কোম্পানির কাছে কয়েক মিলিয়ন ডলার পাবে। কিন্তু তারা এই বকেয়া শোধ করছে না।
পদ্মা সাতেল আরব ফ্যাশনস নামের একটি গার্মেন্টেস থেকে পোশাক তৈরি করে সেগুলো আমদানি করত ‘মোজাইক ব্র্যান্ডস’। এই গার্মেন্টসে কাজ করেন প্রায় ৩ হাজার মানুষ। গার্মেন্টসটি গত জুন থেকে অস্ট্রেলিয়ান ওই কোম্পানিটির কাছ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন ডলার বকেয়া পাওয়ার অপেক্ষা করছে।
গার্মেন্টসটির পরিচালক জাবেদ আহমেদ বলেছেন, বকেয়ার জন্য অনুরোধ থাকা সত্ত্বেও, মোজাইক আমাদের উৎপাদন অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে এবং বলেছে দ্রুতই বকেয়া শোধ করবে। তিনি বলেছেন, মোজাইক তাদের জানিয়েছে, নিজেদের বিক্রি কমে যাওয়ায় তারা বকেয়া অর্থ দিতে পারছে না।