1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম থেকে নির্মিত হচ্ছে ‌’গুলশান’ সিনেমা চট্টগ্রাম কলেজ বোটানি এলমনাই এসোসিয়েশন এর পুর্নমিলনী অনুষ্ঠিত কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ালো মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছসেবক দলের প্রস্তুতি সভা পাঠানটুলীতে আলিফ খান পাঠান গেইট উদ্বোধন করলেন নিয়াজ মোহাম্মদ খান লাগামহীন ব্যাটারী রিকশা নিয়ন্ত্রণ করতে চাই : শেখ জাবেদ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা নিয়াজ মোহাম্মাদ খান বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে : নিয়াজ মোহাম্মদ খান সহজে হজ পালনে চট্টগ্রামে রয়েল এয়ার সার্ভিসের প্রশিক্ষণ কর্মশালা বিএনপির ওপর নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন : নিয়াজ মোহাম্মদ খান

‘শহিদ আলিফের রক্তের মধ্য দিয়ে গণজোয়ার তৈরি হয়েছে’

দৈনিক আজকাল
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

নৃশংস হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের রক্তের মধ্য দিয়ে মানুষের মধ্যে ইস্পাত কঠিন দৃঢ়তা এসেছে ও বাংলাদেশকে রক্ষায় গণজাগরণ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘আমরা আমাদের ভাই, সহকর্মী, চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত করতে এসেছিলাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে, কষ্টের সাথে, বেদনাহত হৃদয়ে আপনাদের বলতে চাই, যেভাবে, যে প্রক্রিয়ায়, যে কারণে, যে নৃশংসতার মধ্য দিয়ে আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, যেভাবে সাইফুল ইসলাম আলিফকে হারাতে হয়েছে, আমরা বাংলাদেশে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না।’

তিনি বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতা বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্টমুক্ত করেছে। বাংলাদেশের মানুষের জন্য ন্যায়বিচারের দ্বার উন্মোচন করে দিয়েছে। অনেকের মধ্যে আশঙ্কা ছিল যে, বাংলাদেশে বিপ্লবের ফসল ভেসে যাচ্ছে কী না। শহিদ আলিফের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন দৃঢ়তা এসেছে। বাংলাদেশের মানুষের মধ্যে দেশপ্রেমের নবজাগরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে রক্ষার জন্য, বাংলাদেশের স্বাধীনতা-সাবভৌমত্ব রক্ষার জন্য যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে দেশদ্রোহীরা ভেসে যাবে।’

তিনি আরও বলেন, ‘দু’য়েক মাসে বিপ্লবের স্বপ্ন বাস্তবায়িত হবে না। আমরা একটা র‌্যাডিকেল পরিবর্তন আনার চেষ্টা করছি। একটু সময় লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টার যে স্বপ্ন, বিশ্বাস আমরা সেটাকে ধারণ করেই এগিয়ে যাব। আমরা ন্যায়বিচারের দ্বার উন্মোচন করব।’

বিশেষ দেশ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ মহল, বিশেষ দেশ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে। আমার গাড়িতে ছিলেন সুব্রত চৌধুরী (সিনিয়র আইনজীবী ও গণফোরাম নেতা)। তিনি একটি টেলিভিশনকে সাক্ষাৎকার দিলেন। তিনি বললেন, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, কোনো সাম্প্রদায়িক সংঘাত নেই, কোনো সাম্প্রদায়িক অসহিঞ্চুতা নেই।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এখানে দেখেন, হিন্দুদের দুর্গাপূজার ছুটি একদিন বেশি দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী দেশে দেখেন, সেখানে মুসলমানদের ঈদের কোনো ছুটি দেওয়া হয় না। আপনি লন্ডনে যান কিংবা অন্য কোনো দেশে যান, সেখানে দেখবেন ঈদের জন্য কোনো ছুটি দেওয়া হয় না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এতটাই সহনশীল যে, আমরা সব ধর্মের উৎসবকে বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করেছি। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও সেটা বাংলাদেশের সকল মানুষের উৎসবে পরিণত হয়েছে। বিজু উৎসব পাহাড়িদের উৎসব হলেও সেটা পাহাড়ি-বাঙালি সবার উৎসবে পরিণত হয়েছে। ঈদ বাংলাদেশের মুসলমানদের উৎসব হলেও এখানে সব ধর্মের মানুষ ঈদের ছুটি ভোগ করেন, ঈদ সবার উৎসবে পরিণত হয়েছে। আমরা এমন একটি দেশ, এদেশে এখনও মসজিদে আজানের সময় মন্দিরের ঘণ্টা বন্ধ হয়ে যায়, মন্দিরে ঘণ্টা বাজানোর সময় মসজিদে আজান হয় না। আমরা সেরকম একটি সমাজ চাই এবং পেয়েছি।’

আওয়ামী লীগের দুঃশাসনের প্রসঙ্গ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আপনারা জানেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের প্রায় ৭০০ মানুষ গুমের শিকার হয়েছে। চার হাজারের ওপর মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। বিএনপির ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, গায়েবি মামলা দায়ের করা হয়েছে, অন্যান্য রাজনৈতিক দল তো আছেই। এসব মামলার অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাদী হয়ে করেছিল। আমরা যে দুঃসময় পার করে এসেছি, এমন দুঃসময়ের মুখোমুখি আর হতে চাই না বলেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট