চট্টগ্রামবাসীর প্রাণের স্পন্দন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম। বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই ঘনিয়ে আসছে নির্বাচন। সম্প্রতি এসোসিয়েশনের অডিটরিয়মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন সদস্য সংগ্রহের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৮ ফেব্রুয়ারীর মধ্যে নতুন সদস্য সংগ্রহের বিজ্ঞপ্তি জারি করেছে মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম। নতুন সদস্য সংগ্রহে গত ২৩ জানুয়ারী ওয়াসা কুটুম্ববাড়ীর রেস্তোরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামকে এগিয়ে নিতে চট্টগ্রামে বসবাসরত মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরভার বাসিন্দদেরকে সদস্য হতে আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের পৃষ্ঠপোষক মোঃ নুরুল আমিন। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাসিম চৌধুরী।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আজীবন সদস্য আবদুল আউয়াল চৌধুরী, পৃষ্ঠপোষক সদস্য অধ্যক্ষ ফজলুল করিম, দাতা সদস্য ড. মুহাম্মদ কামাল উদ্দিন, আজীবন সদস্য এটিএম মঞ্জুরুল হক বাহার, পৃষ্ঠপোষক সদস্য এডভোকেট নুরুল করিম এরফান, ইসমাইল ভূট্টো, এনায়েত উল্লাহ হাজারী, দাতা সদস্য ইমাম উদ্দিন, আজীবন সদস্য কামরুল ইসলাম, বাকা উল্লাহ চৌধুরী ইরান, পৃষ্ঠপোষক মাহবুবুল আলম চৌধুরী, আমিনুল ইসলাম তৌহিদ, মীর হোসেন, মেজবাহ উদ্দিন খন্দকার, এডভোকেট মনজুর হোসেন, এডভোকেট তোহিদ প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নিতে যেতে হবে। এসোসিয়েশন হবে চট্টগ্রামে বসবাসরত মিরসরাইবাসীর মিলন কেন্দ্র।
আগামীকাল ২৬ জানুয়ারী রবিবার বাদ মাগরিব মিরসরাইয়ের সর্বস্তরের মানুষকে হালিশহর মিরসরাই ভবনে সদস্য সংগ্রহ ক্যাম্পেইনে উপস্থিত হতে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।