1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

হাফেজে কোরআনদেরকে আলেম হতে হবে ; দারুল ইরফান একাডেমিতে আলোচনায় ড. মাওলানা নিজাম উদ্দিন

দৈনিক আজকাল
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
দারুল ইরফান একাডেমিতে অধ্যায়নরত হাফেজে কোরআন ও তাদের অভিভাবকদেরকে নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও গাইড লাইন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মাওলানা নিজাম উদ্দিন বলেন” পবিত্র কুরআন হিফজ করা মুস্তাহাব ,ভুলে যাওয়া কবিরা গুনাহ। হাফেজে কোরআনরা আলেম না হলে কোরআন হেফজ রাখা কষ্টকর।

কোন কোন ক্ষেত্রে ভুলে যাওয়া অবশ্যম্ভাবী হয়ে যায়। হাফেজে কোরআনরা আলেম হলে দীন ও দুনিয়া উভয় ই জাহানের কল্যাণ লাভের অধিকারী হবে। বৃহত্তর অঙ্গনে অধিকাংশ মানুষের খেদমতের সুযোগ হবে। অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার দারুল ইরফান একাডেমীর উদ্যোগে আয়োজিত হয় হাফেজ এবং অভিভাবকদের নিয়ে গাইডলাইন প্রোগ্রাম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, দারুল ইরফান একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য, প্রফেসর ডক্টর মাওলানা এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা আবু তাহের, ডাক্তার খুরশিদুল আনোয়ার পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা মমতাজুর রহমান প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে একাডেমির অধ্যক্ষ মোঃ কেফায়েত উল্লাহ বলেন, বর্তমানে দারুল ইরফান একাডেমিতে ২৫ জন হাফেজা সহ সর্বমোট ৭৮ জন হাফেজে কোরআন শিক্ষার্থী রয়েছে।

উক্ত হাফেজে কোরআনরা যাতে আলেম হয় সেই লক্ষ্যে মোটিভেশন করার জন্যই মূলত আজকের এই প্রোগ্রাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ” নিশ্চয়ই এই কোরআন একটি রশি, যার এক প্রান্ত আল্লাহ রাব্বুল আলামীনের হাতে, আরেক প্রান্ত রয়েছে মুমিনদের হাতে, অতঃপর তোমরা এই কুরআনকে শক্তভাবে আগলে ধরো, তাহলে কখনো পথ ভ্রষ্ট হবে না এবং ধ্বংস হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট