চট্টগ্রাম প্রতিনিধি :
জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো জনপ্রিয় আয়োজক লেডি পার্সোনার চেয়ারম্যান তাছলিমা আক্তারের উদ্যোগে দিনব্যাপী ব্রাইডাল মাষ্টার ক্লাস। ২৭ ফেব্রুয়ারী হোটেল মেগা রেষ্টুরেন্ট এন্ড পার্টি হলে উক্ত ব্রাইডাল ক্লাসে শতাধিক বিউটিশয়ান প্রশিক্ষনার্থী হিসেবে অংশ নেয়। আয়োজনের প্রধান আর্কষন ছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাকে অনুষ্ঠানে পেয়ে উচ্ছ্বাসিত প্রশিক্ষণার্থীরা।
দিনব্যাপী ব্রাইডাল মাষ্টার ক্লাসে প্রশিক্ষণ প্রদান করেন ইন্টারন্যাশনাল মেকওভার ট্রেইনার গ্লিটার কর্ণার বাই মৌ।
সফল আয়োজনে সন্তুষ্ঠি প্রকাশ করে বিউটিশয়ানরা জানান, ভবিষ্যতেও এমন ধামাকা আয়োজনে তারা জনপ্রিয় আয়োজক তাছলিমা আক্তারের সাথে থাকবেন।