1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশেকে রাসূল মুহাম্মদ কামরুলের নেতৃত্বে মিলাদুন্নবী (সা.) উদযাপনের ১০ম দিনের আয়োজন আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে মোহাম্মদীয়া খানকাহ শরীফে ৯ম দিনের মিলাদুন্নবী (সা.) আয়োজন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য ও প্রযুক্তি সচিব নির্বাচিত হলেন মো. কামরুল ইসলাম লায়ন লুভনা হুমায়ুন সুমি বিকেএ’র কেন্দ্রীয় মহিলা বিষয়ক সচিব নির্বাচিত পশ্চিম খুলশীর জালালাবাদে মোহাম্মদীয়া খানকাহে আশেকে রাসুলদের মিলনমেলা মোহাম্মদীয়া কাফেলার নবী প্রেমীদের ঢল : ৭ম দিনের আয়োজন সম্পন্ন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোহাম্মদীয়া কাফেলার ষষ্ঠ দিনের আয়োজন সম্পন্ন ধর্মপ্রাণ মানুষের সমাবেশে মুখর মোহাম্মদীয়া খানকাহ শরীফ কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল সিজন ২: বাছাইপর্বে টিকল ৪০ জন নতুন মডেল ঈদে মিলাদুন্নবীর উৎসব ভাতা চালুর ঘোষণা দিলেন মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম

হাফেজদের সম্মানে ইফতার আয়োজন করলেন এস.আর.সল্যুশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার

দৈনিক আজকাল
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ইলিয়াছ রিপন, চট্টগ্রাম॥ 
গত ২১ই মার্চ, শুক্রবার চট্টগ্রামস্থ আন্দরকিল্লা ইকুইটি অন্তরায়. মানবিক প্রতিষ্ঠান এস, আর, সল্যুশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়।

প্রতিষ্ঠানের প্রধান মোঃ সাইফুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও মোঃ এমরান চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও মানবাধিকারকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো.মুরাদ উদ্দিন চৌধুরী. , চট্টগ্রাম আলোক সাজসজ্জা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন চৌধুরী, মোঃ রুহুল আমিন সালমান, মোঃ শরিফুল ইসলাম মোহাম্মদ মোফিজ,মোঃ মোরশেদ, এজি দস্তগীর টুটুল,মোহাম্মদ ইলিয়াছ রিপন, মোঃ নয়ন,মো: ইলিয়াছ মোঃ শহিদ সহ প্রমুখ।ইফতার দোয়া মাহফিলে কদম মোবারক হাফেজিয়া মাদ্রাসার এতিম অসহায় কোরআনে হাফেজ শিক্ষার্থীগণ অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, রোজা পালন উন্নত চরিত্র ও আদর্শ সমাজ গঠনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোজা পালনের সময় লোভ-লালসা, পাপাচার, মিথ্যাচার, ঝগড়া-বিবাদ, ত্যাগ করতে হয়। অশ্লীল কথা ও খারাপ কাজ থেকে বিরত থাকতে হয়। এতে ব্যক্তি চরিত্র যেমন উন্নত হয়, তেমনি সুন্দর সমাজ গঠনেও মাহে রমজানের রোজা সহায়ক ভুমিকা পালন করে।
রোজা বা রমজান হচ্ছে তাকওয়া, আত্মশুদ্ধি আত্ম সংযম এবং মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের ইস্পাতদৃঢ় চেতনার অপর নাম। ত্যাগ- তিতিক্ষা সংযম সমবেদনা, সহমর্মিতার বার্তা বয়ে আনে এই মাস। রহমত (অনুগ্রহ) মাগফিরাত (ক্ষমা) ও নাজাতের (জাহান্নাম থেকে মুক্তির) মাস হচ্ছে এই মাস।
তিনি বলেন, ইসলামের মূল ভিত্তি ৫টি। কালেমা, নামাজ রোজা, হজ্ব ও যাকাত। নামাজ, হজ্ব, যাকাত যেমন ফরজ; ঠিক তেমনি রোজাও ফরজ। এই পাঁচটি ফরজ বিধানের কোনো একটিকে অস্বীকারকারী কাফের।
মহানবী (সঃ) বলেন, যে ব্যক্তি শরীয়তের অনুমোদন কিংবা কঠিন ব্যাধি ব্যতীত রমজানের একটি রোজা ছেড়ে দিল, বিনিময়ে সারা বছর রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না।(মিশকাত)অপর এক হাদিসে রাসুল (সঃ)বলেন,যে ব্যক্তি মিথ্যা বলা পরিহার করতে পারলো না,তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই রোজা একমাত্র আল্লাহর জন্য আর এর প্রতিদান স্বয়ং আল্লাহ দেবেন। রোজা রেখে অনেকে গীবত করে। এটা অবশ্যই পরিত্যাজ্য।
সভাপতি সকলকে সুন্দর আয়োজনে উপস্থিত হয়ে সার্বিক সহয়োগিতা করার জন্য ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট