বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে মানবিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩নং পাঠানটুলীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। বুধবার (৩০ এপ্রিল) বুধবার নগরীর অক্সিজেন শীতলছরা ঝর্ণা আবাসিক এলাকায় উক্ত বৃদ্ধাশ্রমে অর্ধশত বেওয়ারিশ বৃদ্ধদের জন্য বৈকালের নাস্তা, নগদ টাকা, চাল, ডাল সহ এক সপ্তাহের নিত্য প্রয়োজনীয় মুদি বাজার উপহার দেন। এসময় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়া অসহায় ও এতিমদের জন্য সব সময় সদয় ছিলেন।
বতর্মানে মানবিকতা আর নেতৃত্বের মেলবন্ধনে যে নামটি স্বতন্ত্র, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আচরণ, কাজ আর মনের গভীর ভালোবাসা প্রতিনিয়ত প্রমাণ করছে, রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে থাকা। কঠিন সময়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রতিটি পদক্ষেপ যেন মানবতার নতুন এক অধ্যায় রচনা করছে। তিনি নির্দেশ দিয়েছেন শুধু রাজনীতি করলেই মানুষের পাশে দাঁড়ানো যায় না। রাজনীতির বাইরেও মানুষের অনেক কিছু করার আছে। এই অনুপ্রেরণায় আজ বৃদ্ধাশ্রমে মানুষের পাশে দাঁড়ানের প্রয়াস।
বেওয়ারিশ মানবসেবা সেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা গোলাম রহমান রব্বানী জানান, বেওয়ারিশ বৃদ্ধাশ্রমে ঠিকাহাবিহীন অর্ধশত বৃদ্ধ পুরুষ/মহিলা রয়েছে। মানবিক মানুষের ছোট ছোট দান অনুদানে পরিচালিত হয়ে আসছে। কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের এই উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং সমাজে বৃত্তমান মানুষের সহযোগিতা (০১৩২১৮৬৪৪০৬) কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা যুবদল নেতা মেহেদী হাসান রুবেল, সাংবাদিক ইলিয়াছ রুহেল, মানিক সহ প্রমুখ উপস্থিত ছিলেন।