1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

পাঠানটুলীতে আলিফ খান পাঠান গেইট উদ্বোধন করলেন নিয়াজ মোহাম্মদ খান

দৈনিক আজকাল
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো::

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সম্ভাব্য পরিবার পাঠানটুলী খান বাড়ি। দেশ-বিদেশে যশ খ্যাতি রয়েছে। খান বাড়ি প্রাঙ্গনে আলিফ খান পাঠান গেইট উদ্বোধন করছেন পাঠানটুলী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি, সাবেক কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান। পাঠানটুলী খান বাড়ীর বড় মুরুব্বি আলিফ খান পাঠান এর খান বাড়ীর বংশধর অধ্যাপক ডঃ বদরুল হুদা খান শেরওয়ানীর আর্থিক সহায়তায় আলিফ খান পাঠান গেইট নির্মিত হয়।

নিয়াজ মোহাম্মদ খান বলেন, খান বাড়ী চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী বাড়ী। খানবাড়ীর অনেক সদস্য দেশে ও বিদেশের বিভিন্ন সেক্টরে অবদান রেখে যাচ্ছেন। সহায়তায়কারী অধ্যাপক ডঃ বদরুল হুদা খানও বিভিন্ন সেক্টরে অবদান রাখছেন। আমরা প্রয়াতদের জন্য স্মরণ সভা দোয়া মোনাজাত করা করি। তাদের অবদানকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরি, যেন তরুণারা অগ্রজদের পথ ধরে সমাজকর্মে সমৃক্ত হয় দেশ ও সমাজে অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, আলিফ খান পাঠানের নাতি আমানত খান চট্টগ্রাম পোর্ট ট্রাস্ট এর ১০ বছর ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মিউনিসিপ্যাল এর ৩৭ বছর কমিশনার ও বঙ্গীয় পরিষদের সদস্য ছিলেন । লোকমান খান শেরওয়ানি বঙ্গীয় ফরওয়ার্ড ব্লকের সহ সভাপতি ছিলেন।

আলিফ খান পরিবারের পক্ষ থেকে এলাকায় মসজিদ, উচ্চ বালিকা বিদ্যালয়, প্রাইমারি বালক ও বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। গেইট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আকমাম খান, শায়েস্তা খান, শাহীন, রাসেদ খান, রুবেল , বাবুল, সাইফুদ্দিন খান, বিএনপি নেতা মোজাহের খান, আব্দুল করিম সেলিম, হাজী ইসমাইল, নাছির খান প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট