ইলিয়াছ রিপন, চট্টগ্রাম ব্যুরো::
খঅউ প্রোডাকশন হাউজ নিবেদিত দ্বিতীয় প্রযোজনা গুলশান সিনেমার শুভ মহরত ১৬ মে ২০২৫, শুক্রবার জামালখানস্থ চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিেেটড-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গুলশান সিনেমার কাহিনী ও চিত্রনাট্যে মো. দিদারুল আলম, পরিচালনায় অনির্বাণ করিম ও প্রযোজনায় অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জেবুন্নাহার শারমিন।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব কামাল উদ্দিন, উপ-উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব হুমায়ুন কবির, অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জনাব হোসাইন কবির, অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব মমতাজ উদ্দিন আহমদ, চেয়ারম্যান ও অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব শারমিন মোস্তারী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চৌধুরী ফরিদ, বিভাগীয় প্রধান, চ্যানেল আই, চট্টগ্রাম, জনাব দেওয়ান মামুন, বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা এবং চিত্রশিল্পী, ড. প্রকাশ দাশ গুপ্ত, অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব হুমায়ুন চৌধুরী, গীতিকার ও সংগীতশিল্পী, রফিউল কাদের রুবেল, নাট্যজন ও অভিনেতা, জনাব আবসার মাহফুজ, সিনিয়র সাংবাদিক ও সাধারণ সম্পাদক পমা, আরিফ আহমেদ, এজিএম, চট্টগ্রাম স্টক এক্সচেনজ, জনাব গাজী মো. নুরুদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জনাব বিভা ইন্দু, অধ্যক্ষ, সিলভারবেল গার্লস স্কুল এন্ড কলেজ, জনাব তসলিম মোহাম্মদ, ভাষাবিজ্ঞানী, জনাব নুর হোসেন নিজামী, ব্যবসায়ী , সংগঠক, জনাব মো. ফরিদুল আলম, অধ্যক্ষ, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ, জনাব আজাদ বুলবুল, হালদা কাহিনীকার, জনাব সেলিম জাহাঙ্গীর, ব্যবস্থাপনা পরিচালক, দুবাইটেক, জনাব নুরুল আবসার মজুমদার স্বপন, নাট্যজন ও গবেষক, জনাব সনজিব বড়–য়া, নট্যাজন, জনাব ডা: দিপংকর দে, নাট্যজন, জনাব সাইফুদ্দিন আহমদ সাকি, প্রাবন্ধিক ও লেখক, কংকন দাশ, নাট্যজন, বাপ্পা চৌধুরী, নাট্যজন, বাপ্পী হায়দার, নাট্যজন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে দর্শকদেও বাস্তব গল্পনির্ভর- রোমান্টিক সিনেমার প্রতি আগ্রহ বাড়ছে। তাই আশা করছি, গুলশানও সেই ঘরানার সিনেমা হবে। বক্তারা আরো বলেন, চট্টগ্রামে সিনেমা নির্মাণ বলতে গেলে নেই কিন্তু এই টিম সিনেমা নির্মাণ করার যেই সাহস দেখিয়েছেন, তাদেরকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতেও তারা আমাদেরকে আরো ভালো সিনেমা উপহার দিবেন এই প্রত্যাশা করি।
এছাড়াও শুভ মহরত অনুষ্ঠানে কবি, শিক্ষক, সমাজসেবক, সাংবাদিক, নাট্যজন, সাহিত্যিক ও সিনেমাপ্রেমীরা উপস্থিত ছিলেন। গুলশান সিনেমার প্রযোজক অ্যাড. কাজী ছানোয়ার আহমেদ লাভলু মহরত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।