ইলিয়াছ রিপন, চট্টগ্রাম ব্যুরো ॥
“পূর্ণতা -২৮ তম লিও জেলা বার্ষিক সম্মেলন”- সেবা, সংকল্প ও সাফল্যের মিলনমেলা ছিল এই ঐতিহাসিক আয়োজন, যেখানে অতীতের অর্জন ও ভবিষ্যৎ স্বপ্ন একসাথে মিলিত হয়েছে।গত পহেলা জুন, শতাধিক তরুণ লিওর উদ্যমী অংশগ্রহণে ভরপুর এই সম্মেলন নতুন করে প্রাণ দিয়েছে লিওদের সেবাযাত্রাকে।সম্মেলনে গত সেবাবর্ষে নানা কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ক্লাব পুরস্কৃত করা হয়।
সম্মেলনের ডেলিগেট সেশনে ২০২৫-২০২৬ সেবাবর্ষের মাননীয় জেলা গভর্নর ( ইলেক্ট ) লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ লিও জেলা পরিষদের আগামী সেবাবর্ষ (২০২৫-২০২৬)-এর কার্যকরী কমিটি ঘোষণা করেন। লিও জেলা সভাপতি পদে লিও মোঃ শওকত হোসেন, সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও দীপ্ত দে, লিও জেলা সহ-সভাপতি পদে লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, লিও জেলা সচিব লিও রাফিদ মো: আহনাফ ও লিও জেলা কোষাধ্যক্ষ হিসেবে লিও হোসেন মো: ইমরান নিকসন নির্বাচিত হয়েছেন। সেই সাথে লিও জেলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ এবং লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন হিসেবে লায়ন খলিলউল্লাহ চৌধুরি সাকিব এর নাম ঘোষণা করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন যত্নের ছায়ায় ছড়ায় মায়া ২০২৪-২৫ সেবাবর্ষের মাননীয় জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল এমজেএফ, ২০২৫-২০২৬ সেবাবর্ষের মাননীয় জেলা গভর্নর ( ইলেক্ট ) লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট ) লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, ২য় ভাইস জেলা গভর্নর (ইলেক্ট ) লায়ন মোঃ আবু বক্কর সিদ্দীকি পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট সেক্রেটারি ( ইলেক্ট ) লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, লিও ক্লাব এডভাইজেরি প্যানালিস্ট ও কেবিনেট ট্রেজারার (ইলেক্ট ) লায়ন গাজী মোঃ শহীদুল্লাহ, জিইটিঃ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ও জিইটিঃ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (ইলেক্ট ) লায়ন মোঃ আনিসুল হক চৌধুরী,এল সি আই এফ কো-অর্ডিনেটর (ইলেক্ট ) লায়ন নবিউল হক সুমন, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন বদিউর রহমান , লিও ক্লাবস চেয়ারপার্সন (ইলেক্ট) লায়ন শুভ নাজ জিনিয়া এমজেএফ , লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মোঃ শাহজালাল ,লিও ইয়ুথ এক্সচেঞ্জ (ইলেক্ট) লায়ন খলিল উল্লাহ চৌধুরী সাকিব,লিও লায়ন লিয়াজু লায়ন বায়েজীদ সুমন , লিও লায়ন লিয়াজু ( ইলেক্ট ) লায়ন ফারাহ বেনজির আলম এশা , লিও ইয়ুথ (ইলেক্ট) লায়ন মোঃ শাহরিয়ার ইকবাল। তাছাড়াও উপস্থিত ছিলেন লিও জেলার ভ্যানগার্ড – প্রাক্তন জেলা সভাপতি ফোরাম প্রেসিডেন্ট লায়ন এস এম কাম্রুল ইসলাম পারভেজ, লায়ন আবু নাসের রনি, লায়ন মোঃ রেজাউল আবেদিন,লায়ন মোঃ ওবায়দুর রহমান, লায়ন আনোয়ারুল ইসলাম চৌধুরী, লিও ইরফান মোস্তফা।
পরবর্তীতে বেনকুয়েট সেশনে নবনির্বাচিত জেলা সভাপতি লিও শওকত হোসেন নতুন সেবাবর্ষের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম ঘোষণা করেন।
লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে সভাপতিত্বে এবং সম্মেলন চেয়ারম্যান ও লিও জেলা সচিব মো. সিফাতুল ইসলাম সামি সহ, লিও জেলার সদ্য প্রাক্তন সভাপতি লিও আতিক শাহরিয়ার সাদিফ, সহ-সভাপতি লিও ইরফান উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ লিও সিরাজুল করিম হিরো এবং কনফারেন্সের দায়িত্বপ্রাপ্ত এডভাইজার লিও জায়েদ হোসেন, কো- চেয়ারম্যান লিও মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারি লিও নিশু জান্নাত লাকী এবং ট্রেজারার লিও সাজ্জাদ হোসেন সাগর এর একাগ্রতায় সম্মেলন্ সাফল্যের সাথে সমাপ্তি হয়।
পূর্ণতা” শুধু একটি বার্ষিক সম্মেলনের ছিল না, বরং এটি ছিল একটি যুগান্তকারী অধ্যায়, যেখানে লিওদের মূল্যবোধ, নেতৃত্ব, সংগঠন এবং সেবার উদ্দেশ্য একসঙ্গে গঠিত হয়েছে। এই সম্মেলন প্রমাণ করেছে — তরুণেরা যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা সমাজে প্রকৃত ও স্থায়ী পরিবর্তন আনতে পারে।