1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ‘৮৭’ এর ঈদ আনন্দ ও বন্ধু পুনর্মিলনী

দৈনিক আজকাল
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ইলিয়াছ রিপন, চট্টগ্রাম ব্যুরো ::
গত ২০ জুন ২০২৫, শুক্রবার, চট্টগ্রামের ফয়েজ লেকস্থ গ্যালারিয়া-তে অত্যন্ত আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ঈদ আনন্দ ও বন্ধু পুনর্মিলনী – এসএসসি ‘৮৭”। এই মিলনমেলায় অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত ও প্রবাস থেকে আগত প্রায় ৩০০ জন বন্ধু। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত এই পুনর্মিলনীটি হয়ে উঠেছে একটি স্মরণীয় দিন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পারভীন আক্তার ও দেলোয়ার হোসেন। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম, এরপরে প্রয়াত ও অসুস্থ বন্ধুদের জন্য বিশেষ (দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন মাওলানা মঈন উদ্দিন এবং সকলের অংশগ্রহণে গাওয়া হয় জাতীয় সংগীত। স্বাগত বক্তব্যে ফজলে রাব্বি বন্ধুত্বের আবেগে উচ্ছ্বসিত হয়ে সকলকে ফিরে যেতে আহ্বান জানান সেই স্কুলজীবনের নিষ্পাপ সময়ের স্মৃতিতে। এরপর একে একে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সাইফুল্লাহ, সেলিম আহমেদ, মাসুদা মাসু সহ আরও অনেকে

। মোঃ সাইফুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “৮৭ ব্যাচে অনেক গ্রুপ থাকলেও এই মিলনমেলা প্রমাণ করেছে আমরা এক, আমরা বন্ধু।” সেলিম আহমেদ সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত উপভোগের আহ্বান জানান। মাসুদা মাসু বলেন, “আজ সবাই নিজের মতো করে আনন্দ করেই বাড়ি ফিরবে—এই আমাদের দিনের সার্থকতা।”

এরপর ছিল বন্ধুদের পরিচয় পর্ব, যেখানে দুরন্ত সহ অন্যান্য স্থান থেকে আগত বন্ধুরা নিজেদের পরিচয় দিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া স্মৃতিচারণ করেন। পরিচয় পর্ব শেষে শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান—পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান সাগর। প্রথমে গান পরিবেশন করেন ৮৭ ব্যাচের বন্ধুরা এরপর গান পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী ইকবাল পিন্টু, মাহবুবুর রহমান সাগর সহ আরও অনেকে। দর্শক মাতানো কৌতুক পরিবেশন করেন “নানা ভাই খ্যাত” সাইফুদ্দিন রিপন।

অনুষ্ঠানের শুরুতে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে অতিথিদের স্বাগত জানানো হয়, বিকেলে পরিবেশিত হয় নাস্তা ও কফি, এবং রাতে ছিল সুস্বাদু ডিনারের আয়োজন। বিদায় বেলায় প্রত্যেক বন্ধুদের জন্য ছিল বিশেষ উপহার ও শুভেচ্ছা স্মারক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নুর আলম সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান ও বিদায় জানান। এই আয়োজনের পেছনে চট্টগ্রামস্থ এসএসসি ’৮৭ ব্যাচের বন্ধুদের একাগ্রতা, পরিশ্রম এবং আন্তরিকতা প্রশংসার দাবিদার। একটি দিন, একটি বন্ধন, যা আমাদের স্মৃতিতে থেকে যাবে চিরকাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট