
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে ইলেক্টিক শকে মাছ স্বীকার করায় ২ জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা ও ইলেক্টিক শকের যন্ত্রপাতি ( মালামাল) জব্দ করেছে ভ্র্যাম্যমান আদালত। আটকৃতরা হলো শিমুল কান্দি ইউনিয়নের পাচঁঘর হাটি গ্রামের পুরন লাল দাসের পুত্র প্রবীর চন্দ্র দাস ও একই ইউনিয়নের ইমামের চর গ্রামের আবদুর রাজ্জাকের পুত্র নুরুল ইসলাম । ভ্র্যাম্যমান আদালত সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে অসাধু জেলেরা নদ- নদী ও খাল বিল থেকে ইলেক্টিক শক ও রিং জাল, কারেন্ট,চায়না দোয়ারী জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ স্বীকার করায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বুধবার রাত ১০ টা থেকে রাত ৩ টা পর্যন্ত মেঘনা,কোদালকাটি,নদীসহ বিভিন্ন খাল- বিলে অভিযান পরিচালনা করে ২ জেলেকে মাছ ধরার ইলেক্টিক যন্ত্রপাতি সহ আটক করা হয় । পরে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এ বিষয়ে ভৈরব উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জয় বণিক অভিযানের কথা স্বীকার করে জানান, রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন স্যারের নেতৃত্বে বিভিন্ন নদ- নদীতে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানে ইলেক্ট্রিক শক দিয়ে মাছ স্বীকার করায় ২ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা ও ৬০ হাজার টাকার ইলেক্ট্রিট যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।