চট্টগ্রাম অফিস:
ঐতিহ্যবাহী সুফিয়া আজান পাঠাগারের উদ্যোগে সম্প্রতি পাঠাগার প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই উদ্যোগে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন পাঠাগারের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং মিরসরাইয়ের গণমানুষের নেতা জনাব অ্যাডভোকেট সাইফুর রহমান। সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি জনাব মোহাম্মদ কেফায়েত উল্লাহ এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন নবনির্বাচিত সেক্রেটারি জনাব কামরুল আহসান।
অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সহ-সভাপতি জনাব মাওলানা আলাউদ্দিন, মাস্টার মাহবুবুল হক এবং হাফেজ মাওলানা কলিমুল্লাহ। গাছের চারা সংগ্রহ ও ব্যবস্থাপনায় ছিলেন সমাজসেবা বিভাগের দায়িত্বশীল জনাব জাহেদ আহসান ও জনাব আব্দুল মান্নান। তথ্য সংগ্রহ ও মিডিয়া বিভাগ পরিচালনা করেন মুজাহিদুল ইসলাম মামুন ও সাইদুল ইসলাম। অতিথিদের অভ্যর্থনা ও আপ্যায়নে ছিলেন সমাজসেবক জনাব রহমাতুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা নেছারুল হক নুরী এবং মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সুফিয়া প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন জনাব নুরুল আবছার, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল কাইয়ুম, মোঃ ইব্রাহিম, মাস্টার দিদারুল আলম ও সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে পাঠাগারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়েছে। এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।