চান্দগাঁও (চট্টগ্রাম), ২২ জুলাই — ঢাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় আজ মঙ্গলবার দারুল ইরফান একাডেমি, চান্দগাঁও-এর হলরুমে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বিমানে নিহত সকলের জন্য আল্লাহ তাআলার নিকট জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের স্বজনদের জন্য ধৈর্য ও সহ্যশক্তি কামনা করেন।
দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ কেফায়েত উল্লাহ। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, “আল্লাহ তাআলা যেন নিহতদের শাহাদাতের মর্যাদা দান করেন, আহতদের সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং নিহতদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।”