নিজস্ব প্রতিবেদক ॥
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গত এক বছরে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করেছে। আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সচিবালয়ে সংবাদ সম্মেলন করে গত এক বছরে তার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেখতে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় এক বছর হয়ে গেল। জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে ২০২৪ সালের ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। ২০২৪ সালের ৮ই আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল। গত এক বছরে যেসব উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন করেছে, তা চারটি ভাগে তুলে ধরেছেন আইন উপদেষ্টা। এগুলো হলো- আইনি সংস্কার, প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম।