পটুয়াখালী: কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামে আরেক জেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সৈকতের মিরাবাড়ি পয়েন্ট থেকে ওই জেলের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে লাশ ভেসে আসার খবর পেয়ে সৈকতের থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি মহিপুর থানায় হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে ১৫ জেলেসহ এফবি সাগরকন্যা নামের একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটে। সমুদ্রে চারদিন ভেসে থাকার পর ১০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।