চট্টগ্রাম ব্যুরো ::
কুরআনের জ্ঞান ও নূরের আলো ছড়িয়ে দিতে চট্টগ্রামে যাত্রা শুরু করল মুহাম্মাদীয়া তা’লীমুল কোরআন সুন্নিয়া মাদরাসা। সোমবার (১১ আগস্ট) বিকেলে পশ্চিম খুলশী জালালাবাদ মুক্তিযোদ্ধা হাউজিং এলাকায় মোহাম্মদী খানকাহ শরীফ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয় সাপ্তাহিক আশেকে রাসূল (সা.) মিলাদ মাহফিল।
মাদরাসাটির উদ্বোধন করেন মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম ও মুহাম্মাদীয়া তা’লীমুল কোরআন সুন্নিয়া মাদরাসা প্রতিষ্ঠাতা এ আর কামরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "পবিত্র কুরআনের সহীহ শিক্ষা ছড়িয়ে দেওয়া আমাদের ধর্মীয় ও সামাজিক দায়িত্ব। এখানে প্রতিদিন বিনামূল্যে ৫০ জন শিশুকে একসঙ্গে কুরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বয়স্কদের জন্যও সহীহ কুরআন শেখার সুযোগ থাকছে।
মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ এর খাদেম মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবী মাইজভান্ডারি, বাকলিয়া মডেল মসজিদের সম্মানিত খতিব আবু আহম্মদ আজহারি, ছায়ানীড আবাসিক এলাকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আজগর আল - কাদেরি, এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, মোহাম্মদ জাকারিয়া, মাওলানা শহীদুল হক চিশতি,দারুল হুদা দাখিল মাদ্রাসা এর সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মুনছুরুল আলম, ক্বারী মোহাম্মদ মোসাদ্দেক, সেবক মনির হোসেন, আসিফ ও জাহেদুল ইসলাম মিটু প্রমুখ।
বক্তারা বলেন, কুরআনের সঠিক শিক্ষা গ্রহণ ও প্রচারের মাধ্যমেই সমাজে শান্তি, মানবতা ও ন্যায়ের পথ সুগম হবে। তারা এ উদ্যোগকে যুগোপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। অনুষ্ঠানের শেষে মিলাদ, দোয়া ও সালাম পরিবেশন করা হয়।