চট্টগ্রাম প্রতিনিধি॥
মিরসরাইয়ের আলোকিত ৩জন গুণী ব্যক্তিকে শ্রদ্ধাভরে স্মরণ করলো মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম। সংগঠনের সাবেক উপদেষ্টা ও পৃষ্টপোষক স্যার আশুতোষ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক উপদেষ্টা ও পৃষ্ঠপোষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু, পৃষ্ঠপোষক ও হিঙ্গুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন হারুনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার হালিশহর হাউজিং এস্টেটের এইচ ব্লকে মিরসরাই ভবনে উক্ত অনুষ্টান সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহফুজুল হক মনি। সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ তাহের, উপদেষ্টা প্রফেসর সামসুদ্দৌহা চেধুরী, এডভোকেট আব্দুল মান্নান, কামরুল হাসান হারুন, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, অতিথি প্রফেসর কাইয়ুম নিজামী। নিহতদের পরিবারে পক্ষে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ ইব্রাহিম, নাজমা আক্তার, জাহেদ নিজামী, নাফিজ সাদেকীন। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি এটিএম মঞ্জুরুল হক বাহার, সহ-সভাপতি ইউনুস ভূঁইয়া, মোঃ আব্দুল্লাহ, এম এ রহিম, মোঃ কামাল উদ্দিন প্রমুখ।