চট্টগ্রাম ব্যুরো:
প্রাচীন বাংলা লিমিটেডের ১ম সাধারণ সভা,বর্ষসেরা কর্মীদের সম্মাননা প্রদান,আলোচনা সভা, প্রীতিভোজ ও রেফেল ড্র অনুষ্টান গত ১৭ ই আগষ্ট সন্ধায় নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম মহানগর পিপি এড.মফিজুল হক ভুঁইয়া,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি,চট্টগ্রাম উত্তর জোনের ডেপুটি পুলিশ কমিশনার আমিরুল ইসলাম,রোটারিয়ান এস.এম.আবদুল আজিজ,প্রাচীন বাংলা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মোঃ বেলায়েত হোসেন।
অনুষ্ঠান উদযাপনের প্রধান সমন্বয়কারী লায়ন মাহতাব উদ্দীন,প্রাচীন বাংলা লিঃ এর চেয়ারম্যান মুসলিম উদ্দীন চৌধুরী, সহ সভাপতি মোঃ মাহমুদুল হাসান শামীম,পরিচালক মোঃ মিজানুর রহমান,পরিচালক আনোয়ারা বেগম,পরিচালক ওমর আলী,সফটওয়্যার ডেভেলপার শামীম এমডি জনি প্রমুখ। কোরআন তেলওয়াত মাওলানা সালেহ আহমদ,সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠানের ব্যবস্হাপনা পরিচালক মো: বেলায়েত হোসেন কোম্পানির বার্ষিক প্রতিবেদন,আর্থিক ফলাফল এবং ভবিষ্যত পরিকল্পনা বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেনটেশন উপস্হাপন করেন।এতে স্বাগত ভাষণ প্রদান করেন প্রতিষ্ঠানের অনুমোদিত চেয়ারম্যান মঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী। অনুষ্টান সঞ্চালনা করেন উপস্হাপিকা শিশির চৌধুরী। সভায় সম্মানিত অতিথি এবং কোম্পানী বর্ষসেরা কর্মীদের সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।