চট্টগ্রাম প্রতিনিধি::
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানবীর, শিল্পপতি, চিটাগাং চেম্বার অব কমার্সের সদস্য এবং কাশেম গ্রুপের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম এর বাড়ি লক্ষ্য করে গতকাল বুধবার দিনের বেলায় সন্ত্রাসী গোষ্ঠী ফিল্মি স্টাইলে গুলি বর্ষণ করে এবং পরিবারের সকল সদস্যকে হুমকি প্রদান করে।
আমরা এ ঘৃন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীকে চিহ্নিত করে আইনের আওতায় আনাসহ তার ও তার পরিবারের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
বিবৃতি দাতা: চিটাগাং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আমির হুমায়ন চৌধুরী, চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী, ফেডারেশন অব বাংলাদেশ কারাতে এর সভাপতি শাহজাদা আলম, চট্টগ্রাম জেলা কারাতে কমিটির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, চট্টগ্রাম সিটিজেন ফোরামের সভাপতি মশিউল আলম স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল আলম, শরফরাজ কাদের রাসেল, সিএন্ডএফ ব্যবসায়ী জামাল উদ্দিন বাবলু, এস এম ফরিদুল আলম, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মেজবাহ উদ্দিন, শাহনেওয়াজ রুমি, চট্টগ্রাম জেলা সাঁতার কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সাগর, বিশিষ্ট আইনজীবি এডভোকেট আবদুল মান্নান, ফিশিং ব্যবসায়ী হাজী মোঃ মহসীন, শিপিং ব্যবসায়ী আবদুল কুদ্দুস মিন্টু প্রমুখ।