চট্টগ্রাম অফিস ॥
৩ রবিউল আউয়াল মুহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের উদ্যোগে পশ্চিম খুলশী জালালাবাদ মুক্তিযোদ্ধা হাউজিং এলাকায় মুহাম্মদীয়া খানকায় এক বর্ণাঢ্য মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. এমদাদুল হক বলেন, “সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানবতার মহান মুক্তিদূত হজরত মুহাম্মদ (সা.)-এর প্রবর্তিত মদিনা সনদের কোন বিকল্প নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদী ক্বাফেলার প্রধান খাদেম এ আর কামরুল ইসলাম। সঞ্চালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মনছুরুল হক, মাওলানা জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী, মাওলানা আবু আহমেদ আজহারীসহ বিভিন্ন ওলামায়ে কেরাম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফকির তালুক দরবারের শাহজাদা মাওলানা আ. উ. ম. ইশফাকুর রহমান রেজা আল-মাহাদাভী।
সংক্ষিপ্ত আলোচনায় এ আর কামরুল ইসলাম বলেন, “সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিকল্প নেই।”