চট্টগ্রাম প্রতিনিধি॥
চট্টগ্রামের পশ্চিম খুলশী জালালাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া খানকাহ শরীফে চলছে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন। এর অংশ হিসেবে সপ্তম দিনের মাহফিল গত ১ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা নবী প্রেমের টানে খানকাহ প্রাঙ্গণে সমবেত হন।
মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, ক্বিরাত প্রতিযোগিতা, হামদ-না’ত পরিবেশনা, দরুদ শরীফ পাঠ এবং সীরাত বিষয়ক আলোচনা। ইসলামের শিক্ষা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে ছড়িয়ে দিতে এ মাহফিল ইতিমধ্যেই নবী প্রেমীদের মিলনমেলায় পরিণত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ দিমুডা রহমানিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আবিদুল হক নকশে বন্দী মোজাদ্দেদী। তিনি নবীজীর জীবনী ও আদর্শকে অনুসরণ করে সমাজে শান্তি ও ন্যায়ের প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ আলোচক ছিলেন মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু ইউসুফ তাহেরী, যিনি মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিব আবু আহাম্মদ আযহারী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, শায়ের মাসুদ রেজা আল কাদেরী, সাইফুল ইসলাম সোহাস, এস এম জাহিদুল ইসলাম মিঠু, শাহাবুদ্দিন সাইফু, রবিউল, আসিফ রেজা, মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।
ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে খানকাহ প্রাঙ্গণ যেন এক আধ্যাত্মিক মহাসম্মেলনে পরিণত হয়। আয়োজকরা জানান, বাকি দিনগুলোতেও একইভাবে ক্বিরাত, হামদ-না’ত, মিলাদ মাহফিল ও সীরাত বিষয়ক আলোচনার পাশাপাশি আখেরি মোনাজাতে হাজারো মানুষ সমবেত হবেন।