চট্টগ্রাম ব্যুরো::
চট্টগ্রামের পশ্চিম খুলশীর জালালাবাদে অবস্থিত মোহাম্মদীয়া খানকাহ শরীফ ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের ৮ম দিনের অনুষ্ঠান ২ সেপ্টম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনের সভাপতিত্ব করেন মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদ ও মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেনচট্টগ্রাম দরবার শরীফের আওলাদ শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য পটিয়া বায়তুর রহমত জামে মসজিদের খতিব মাওলানা শিহাব উদ্দিন আলক্বাদেরী ।
বিশেষ আলোচক ছিলেন গোলামে আমীর মোঃ আব্দুর রহিম আমিরী, হজরতুল আল্লামা হাফেজ ক্বারী মাওলানা মীর মোহাম্মদ রাশেদুল আলম, মাওলানা আলহাজ্ব মুহাম্মদ জাকারিয়া ।
অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।মুনাজাত পরিচালনা করেন হজরত সুলতান শাহ দরবারে নায়েবে সাজ্জাদানশীন শেখ সুলতান শাহজাদা মুহাম্মদ হাসান।
উপস্থিত ছিলেন কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিব আবু আহাম্মদ আযহারী, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, মাওলানা মনসুরুল আলম, সাইফুল ইসলাম সোহাস, এস এম জাহিদুল ইসলাম মিঠু, শাহাবুদ্দিন সাইফু, রবিউল , আসিফ রেজা, মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ এই খানকাহে যোগদান করছেন।
মিলাদ মাহফিল, ক্বিরাত, হামদ-না’ত, দরুদ শরীফ ও সীরাত বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। মোহাম্মদীয়া খানকাহটি এই আয়োজনের মাধ্যমে নবীর প্রেম ও শিক্ষা ছড়িয়ে দেওয়ার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।