1. info@dainikajkal.online : দৈনিক আজকাল : দৈনিক আজকাল
  2. info@www.dainikajkal.online : দৈনিক আজকাল :
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য ও প্রযুক্তি সচিব নির্বাচিত হলেন মো. কামরুল ইসলাম লায়ন লুভনা হুমায়ুন সুমি বিকেএ’র কেন্দ্রীয় মহিলা বিষয়ক সচিব নির্বাচিত পশ্চিম খুলশীর জালালাবাদে মোহাম্মদীয়া খানকাহে আশেকে রাসুলদের মিলনমেলা মোহাম্মদীয়া কাফেলার নবী প্রেমীদের ঢল : ৭ম দিনের আয়োজন সম্পন্ন ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মোহাম্মদীয়া কাফেলার ষষ্ঠ দিনের আয়োজন সম্পন্ন ধর্মপ্রাণ মানুষের সমাবেশে মুখর মোহাম্মদীয়া খানকাহ শরীফ কালার কাস্ট ফ্যাশন রিভাইভ্যাল সিজন ২: বাছাইপর্বে টিকল ৪০ জন নতুন মডেল ঈদে মিলাদুন্নবীর উৎসব ভাতা চালুর ঘোষণা দিলেন মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম সমাজে শান্তি প্রতিষ্ঠায় মদিনা সনদ এক অনন্য দৃষ্টান্ত — মুহাম্মদীয়া খানকায় বক্তারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় মদিনা সনদ এক অনন্য দৃষ্টান্ত — মুহাম্মদীয়া খানকায় বক্তারা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের তথ্য ও প্রযুক্তি সচিব নির্বাচিত হলেন মো. কামরুল ইসলাম

দৈনিক আজকাল
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো::

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (বিকেএ) ২০২৫-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম।

শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অ্যাসোসিয়েশনের নতুন কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ডা. মো. হাসান আলী এবং সঞ্চালনায় ছিলেন সিকদার আবুল কালাম আজাদ ও আলহাজ্ব উদ্দিন রোহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এমিরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।

স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব প্রফেসর এইচ. এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নজরুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ডা. মো. ইলিয়াস।

অনুষ্ঠানে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি। মো. কামরুল ইসলামও ওই কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রসঙ্গত, মো. কামরুল ইসলাম ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ১৯৯৪ সালে পদার্থবিজ্ঞানে স্নাতক (সম্মান), ১৯৯৫ সালে স্নাতকোত্তর, ২০০৬ সালে এমবিএ এবং ২০১৩ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি সাংবাদিকতা ও বিভিন্ন সামাজিক-সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয়ভাবে জড়িত।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,

> “অ্যাসোসিয়েশনের স্বার্থে আমাদের পারস্পরিক সামাজিক সম্পর্ক আরও জোরদার করতে হবে। একে অপরের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় সাধনের মাধ্যমে আমরা অ্যাসোসিয়েশন এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে পারি।”

 

তিনি আরও বলেন,

> “বেসরকারি পর্যায়ে পরিচালিত এসব কিন্ডারগার্টেন স্কুলে লক্ষ লক্ষ শিশু অধ্যয়ন করছে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সবার উচিত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করা।”

 

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য মো. কামরুল ইসলাম আয়োজক সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট