চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রামের পশ্চিম খুলশীর জালালাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া খানকাহ শরীফে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের নবম দিনের মাহফিল ৩ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হয়।
আয়োজনের নেতৃত্ব দেন মোহাম্মদিয়া কাফেলা ঐক্য পরিষদ ও খানকাহ শরীফের প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে খানকাহকে নবীপ্রেম, আধ্যাত্মিকতা ও সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দুতে রূপান্তরের জন্য কাজ করে যাচ্ছেন। তার উদ্যোগ ও দিকনির্দেশনায় মোহাম্মদীয়া খানকাহ শরীফ আজ চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তের ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।
প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে ক্বিরাত, হামদ-না’ত, দরুদ শরীফ ও সীরাত বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “মিলাদুন্নবী (সা.) উদযাপন শুধু আচার-অনুষ্ঠান নয়, এটি সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও নবীর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এক মহামঞ্চ।”
এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আওলাদে মাইজভান্ডারী সৈয়দ আতিকুল ইসলাম মাইজভান্ডারী। বিশেষ আলোচক ছিলেন আল-কোরআন রিসার্চ সেন্টারের সদস্য ও টেলিভিশন তাফসিরকার হজরত মাওলানা মুহাম্মদ জাহেদুল ইসলাম শেখ; বিশিষ্ট লেখক ও গবেষক মুফতি মাওলানা মুহাম্মদ ছালেহ সূফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী এবং সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মনজুরুল আলম নূরী।
অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন কল্পলোক আবাসিক মডেল মসজিদের খতিব আবু আহাম্মদ আযহারী, মাওলানা মনসুরুল আলম, সাইফুল ইসলাম সোহাস, এস এম জাহিদুল ইসলাম মিঠু, শাহাবুদ্দিন সাইফু, রবিউল, আসিফ রেজা, মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মানুষ মাহফিলে যোগ দেন।
প্রধান খাদেম আশেকে রাসূল মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এই মাহফিল নবীর প্রেম ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।