চট্টগ্রাম প্রতিনিধি::
চট্টগ্রামের পশ্চিম খুলশী জালালাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী মোহাম্মদীয়া খানকাহ শরীফে ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের ১০ম দিনের অনুষ্ঠান গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনের মূল নেতৃত্ব ও সভাপতিত্ব করেন মোহাম্মদীয়া খানকাহ শরীফের প্রধান খাদেম, আশেকে রাসূল মুহাম্মদ কামরুল।
সভাপতির বক্তব্যে আশেকে রাসূল মুহাম্মদ কামরুল বলেন,
“পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি হচ্ছে বিশ্বনবীর প্রতি প্রেম ও শ্রদ্ধার প্রকাশ। মহানবী (সা.)-এর জীবনধারা আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশ। সমাজ ও রাষ্ট্রে ন্যায়-শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাঁর সুন্নাহর আলোকে চলতে হবে।”
তিনি আরও যোগ করেন যে, ইসলাম শান্তি, সাম্য ও মানবতার ধর্ম। তাই নবীপ্রেমীদের একত্রিত হয়ে এই মাহফিলে অংশগ্রহণ সমাজে ঈমানি শক্তি জাগ্রত করার বড় সুযোগ।
দিনব্যাপী এই আয়োজনে মিলাদ মাহফিল, ক্বিরাত, হামদ-না’ত এবং বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম।
প্রধান অতিথি ছিলেন ঈছাপুর দরবার শরীফের ছজ্জাদানশীন, গাউছিয়া রহমানিয়া ঈছাপুরী পরিষদের জেনারেল সেক্রেটারি এবং আল্লামা ঈছাপুরী রিচার্জ সেন্টারের পরিচালক শাহজাদা সৈয়দ এরশাদ উল্লাহ সোলায়মান (ফরমান)।
হাফেজ মাওলানা মুহাম্মদ আলী আজগর আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী, মাওলানা মনছুরুল হক, এডভোকেট মোহাম্মদ আখতার হোসেন ও এডভোকেট কাজী মোহাম্মদ ইকবাল হোসেন মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা করেন।
মিলাদ মাহফিলে অংশ নিতে দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। হামদ-না’তের সুরে মুখরিত হয়ে ওঠে খানকাহ প্রাঙ্গণ। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।