চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে সব উন্নয়ন অধিদপ্তরকে একীভূত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বদ্দারহাটের এক রেস্তোরাঁয় সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘চট্টগ্রামের নদী-খাল পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও গ্রামীণ ব্যাংকের পরিচালক ড. মনজুরুল কিবরিয়া।
বক্তারা বলেন, দখল-দূষণে নগরীর খালগুলো নালায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই হালিশহর, আগ্রাবাদ, নাসিরাবাদসহ বিভিন্ন এলাকা কোমরসমান পানিতে তলিয়ে যায়। খাল উদ্ধার ও রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই।
১৯৯৩ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর জলাবদ্ধতা নিরসনে ২২ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা হাতে নিলেও অর্থ বরাদ্দ না থাকায় তা ফাইলবন্দি হয়ে আছে বলে সভায় জানানো হয়।
সবুজ আন্দোলনের পক্ষ থেকে নদী-খাল রক্ষায় কয়েকটি প্রস্তাবনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—অবৈধ দখল উচ্ছেদ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত, বর্জ্য শোধনাগার নির্মাণ, রাসায়নিক ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণ, শক্তিশালী নদী কমিশন ও নদী আদালত গঠন।
সভায় বিশেষ অতিথি ছিলেন সবুজ আন্দোলনের উত্তর জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম মামুন, কবি ও সমাজচিন্তক মোহাম্মদ কামরুল ইসলাম, গ্রিন অ্যালায়েন্সের সমন্বয়কারী সরোয়ার আমিন বাবু ও মহানগর সাধারণ সম্পাদক হাজী নুরুল কবির।