চট্টগ্রাম ব্যুরো :
স্বাধীন মানবিক ফোরামের উদ্যোগে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৭টায় চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লেখক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লায়ন মো. ফারুক আহম্মদ।
কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি গীতিকার আবদুল হাকিম সালাউদ্দিন কাদের লাভলু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন সালমান, অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সহ-অর্থ সম্পাদক মমিনুল হক খোকন, দপ্তর সম্পাদক রুবেল হোসাইন নীল, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা সম্পাদক মনজুর আহমেদ, পরিবেশ সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, সমাজসেবক এ কিউ এম মুসলে উদ্দিন, শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, বিশিষ্ট সমাজসেবক হেলাল উদ্দিনসহ অনেকে।
সভায় সংগঠনের গঠনতন্ত্র, ব্যাংক একাউন্ট, সরকারি রেজিস্ট্রেশনসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আগামীতে বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, যুগ যুগ ধরে সংগঠন মূলত জনজাগরণের জন্য কাজ করে আসছে। মানুষের চেতনা ও মূল্যবোধকে জাগ্রত করাই ফোরামের মূল লক্ষ্য। তিনি বলেন, “সংগঠনকে ভালোবাসা মানে মহত্ত্ব, মনুষ্যত্ব ও মানবিকতার চর্চা।”
তিনি আরও বলেন, সমাজে আজ অসহিষ্ণুতা, অস্থিরতা ও মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে। এ অবস্থা কাটাতে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং মানবিকতার চর্চা প্রয়োজন। তিনি দার্শনিক কনফুশিয়াসকে স্মরণ করে বলেন, যে ব্যক্তি অন্যের কল্যাণ কামনা করে, সে প্রকৃতপক্ষে নিজের কল্যাণ নিশ্চিত করে।
দীর্ঘ অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠায় তিনি মহান সৃষ্টিকর্তা ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।